,

নবীগঞ্জে সোনাপুর বাজার সংলগ্ন রাস্তার বেহাল দশা ঝুকিঁ নিয়ে চলছে গাড়ী

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ টু মার্কুলী রাস্তার বেহাল দশা। জীবনের ঝুকিঁ নিয়ে চলছে যাত্রীবাহি গাড়ী। খানাখন্দনে বড়পুর ওই রাস্তাটি। উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর বাজার সংলগ্ন রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুকিঁ নিয়ে চলাচল করছে বাস, পিকআপ, সিএনজিসহ যাত্রীবাহি গাড়ী। ফলে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। সংস্কারের অভাবে নবীগঞ্জ উপজেলার অধিকাংশ গ্রামীন পাকারাস্তার অবস্থা এখন বেহাল দশা। এসব রাস্তায় মানুষ থেকে শুরু করে গাড়ী চলাচলে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। সমস্ত রাস্তার ছাল চামড়া উঠে খানা গর্তে পরিনিত হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা গুলোর বেহাল দশা থাকলেও সে দিকে কোন দৃষ্টি নেই কর্তৃপক্ষের। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। এসব রাস্তা অসংখ্য খানাখন্দে ভরে গিয়ে দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সোনাপুর বাজার সংলগ্ন রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে যানবাহন চলছে জীবনের ঝুকিঁ নিয়ে। এছাড়া নবীগঞ্জ-বানিয়াচং সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল দশায় জন দূর্ভোগ চরম আকার ধারন করেছে। যান চলাচলের একদমই অনুপযুক্ত হয়ে পড়েছে। নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাঝে মধ্যে জোড়া তালি দিয়ে কাজ করলেও ২/৩ দিনের মধ্যে তা ভেঙ্গে পুর্বের ন্যায় হয়ে পড়ে। এ সব রাস্তা গুলো দ্রুত মেরামতের দাবী ভুক্তভোগীদের।


     এই বিভাগের আরো খবর