,

বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলায় ত্রাণ কার্যক্রম জোরদার ও বন্যার পরপর নদীসমূহের নাব্যতা বৃদ্ধির দাবি জানিয়েছে বাপা

সময় ডেস্ক : বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলায় বন্যার প্রেক্ষিতে ত্রাণ কার্যক্রম জোরদার করা ও বন্যার পরপরই নদীসমূহের নাব্যতা বৃদ্ধি এবং দীঘি-জলাশয় পুনঃখননের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখা।
বাপা জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, সুনামগঞ্জ ও সিলেটকে দুর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হউক। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করে যথাশীঘ্র সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের উদ্ধার জরুরি ত্রাণসামগ্রী প্রদানে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বেসরকারি পর্যায়ে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সকল জেলার নদ-নদী ও দীঘি-জলাশয়গুলো দখলমুক্ত করে পুনঃখনন করতে হবে, যাতে মনুষ্যসৃষ্ট কৃত্রিম বন্যা থেকে নগর-জনপদগুলো রক্ষা পায়।


     এই বিভাগের আরো খবর