,

পিটিআই সড়কের সরকারি রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণের কাজ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কের সরকারি রাস্তা দখল করে তিনতলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। রাস্তার ওপর দেয়াল নির্মাণ করায় ওই সড়কে যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা পৌরসভাকে জানালে পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে চিঠি দিয়ে কাজ বন্ধ করলেও কয়েক ঘন্টার ব্যবধানে আবারও কাজ শুরু করেন বাড়ির মালিক।
জানা যায়, পিটিআই স্কুলের পূর্বদিকে পৌরসভার রাস্তার ওপরে ‘ওয়াহাব ভিলা’ নামের একটি বাড়ি ছিলো। ভবনটির বাউন্ডারী সীমানাও ছিলো। বর্তমানে মুল্লুক বিলাস নামে ওই ভবনের সংস্কার করছেন বাড়ির মালিক। সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি ৩ তলায় উঠার জন্য সিড়ি নির্মাণ করছেন এবং সানসিট বাড়াচ্ছেন। যা পৌরসভার রাস্তার মধ্যে এসে পড়েছে। এ ছাড়া ভবন সংস্কারের জন্য কংকিট রাখছেন সড়কের উপর। যে কারণে ওই স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী দিলীপ দত্ত জানান, কাজ বন্ধ রাখার নোটিশ দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর