,

চুনারুঘাটে রাস্তার উন্নয়নমূলক কাজের চেক হস্তান্তর উদ্বোধন

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউ/পির পারকুল বাজারে বন অধিদপ্তর কর্তৃক টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিল (এলডিএফ) এর চেক হস্তান্তর ও কমিউনিটি উন্নয়ন তহবিলের কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পারকুল বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন রাণীগাঁও ইউ/পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, সুফল প্রকল্পের সিএমও মোঃ খাইরুজ্জামান, রশিদপুর বন বিট কর্মকর্তা এ.কে.এম সাইদুল হক, সুফল প্রকল্পের লাভলীহুড স্পেশালিস্ট এস.এম. আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা শাহ মোঃ আইয়ুব আলী, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ, যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসাইন লিজন। মেম্বার আইয়ুব আলীর সভাপতিত্বে ও কালেঙ্গা রেঞ্জের বন প্রহরী বশির আহমেদ এবং সুফল প্রকল্পের এফ.এফ পাবেল কান্তি সরকারের যৌথ পরিচালনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার হাছনা খাতুন, সিরাজ আলী, ফারুক মিয়া, মোঃ এখলাছ মিয়া মহালদার, আব্বাস মিয়া মহালদার, উস্তার আলী, দরবেশ মিয়া, হাবিব চৌধুরী, কাজল মিয়া, রুবেল মিয়া, এনাম আহাম্মেদ, বাচ্চু, জাহাঙ্গীর, নানু, মাহমদ আলী প্রমুখ। সভা শেষে ১৯ জন উপকারভোগীদের মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয় ও পারকুল বাজারে সেনেটারী টয়লেট নির্মাণ এবং পারকুল বাজার হইতে আইয়ুব আলী মেম্বারের বাড়ি পর্যন্ত সহ ৩টি রাস্তায় মাটি ভরাট ও মেরামত উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।


     এই বিভাগের আরো খবর