,

বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি (রেজি: নং- সিল ৯৪৬/০৪) এর নবীগঞ্জ উজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৮ জানুয়ারি নবীগঞ্জ উপজেলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ
সমিতির সভাপতি ডাঃ শাহ মনসুর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ডাক্তার মৃনাল কান্তি দাস বাদল, মাধবপুর উপজেলার সভাপতি ডাক্তার জামাল হোসেন, মাধবপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ফারুক মিয়া। এছাড়া উপজেলার প্রায় শতাধিক পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডাক্তার চন্দন রায় হারুকে সভাপতি, ডাক্তার মৃনাল কান্তি দাস বাদল সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও বিশ্বজিৎ বাগচি মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা পরিষদের চেয়াম্যান ও হবিগঞ্জ বিএমএ সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে প্রধান উপদেষ্টা হিসেবে কমিটিতে রাখা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার নুরুল আমিন অসহায় মানুষের সেবা করার পাশাপাশি সমাজে পিছে পড়া অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ প্রদান করে গ্রাম গঞ্জের প্রত্যেক চিকিৎসকদেরকে সরকারি রিফেসার্স ট্রেনিং এর মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আহবান জানান। পরিশেষে তিনি হবিগঞ্জ জেলার যেগুলো উপজেলা ও পৌর এবং ইউনিয়ন কমিটি এখনো করা হয়নি তা গঠন করার জন্য জেলা কমিটিকে নির্দেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর