,

শায়েস্তানগর তেমুনিয়ায় আবারও অবৈধ স্থাপনা :: যানজট সৃষ্টি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের রাস্তার ওপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় দোকানপাট উচ্ছেদ হচ্ছে না। একটি প্রভাবশালী মহল তেমুনিয়ার পূর্বদিকে পইল সড়কের প্রবেশ মুখের দুই পাশে স্থাপনা বসিয়ে প্রতিদিন এসব দোকান থেকে জনপ্রতি ৩ শ থেকে ৪ শ টাকা আদায় করছেন। সম্প্রতি জেলা প্রশাসন ওই স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কিছুদিন ধরে দুই পাশে ত্রিপাল ও টিনের ছাপ্টা তৈরি করে ফল, তরিতরকারি ও চায়ের দোকান বসিয়ে তাদের কাছ থেকে উল্লেখিত হারে টাকা উত্তোলন করা হচ্ছে। আবার এসব স্থাপনার কোনটিতে অবৈধ বিদ্যুত সংযোগও রয়েছে। যার ফলে সরকার হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি প্রবেশ মুখে যানজট সৃষ্টি হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, ওই এলাকার প্রভাবশালীরা দুই পাশের জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছে। তাদের কাছ থেকে প্রতিদিন দোকান প্রতি টাকা নেয়া হচ্ছে। টাকা না দিলে তাদেরকে সাথে সাথেই উচ্ছেদ করে নতুন দোকানদারকে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর