,

হবিগঞ্জ শহরে সেলিম আচার খেয়ে অসুস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে সেলিম আচার নামে নিম্নমানের আচার বিক্রি হচ্ছে। যা খেয়ে কোমলমতি শিশুরা ডায়রিয়াসহ নানারোগে আক্রান্ত হচ্ছে। জানা যায়, চট্টগ্রামে সেলিম আচার নামে একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন স্কুলের শিশুদের নিকট ১০ টাকা করে বিক্রি করছে। আর এসব আচার খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে। আচারের প্যাকেটে বিএসটিআইয়ের কোনো অনুমতি বা মেয়াদ উত্তীর্ণের কিংবা উৎপাদানের কোনো তারিখ নেই। অনেকেই মনে করছেন এটি ভেজালযুক্ত আচার। চটকদার প্যাকেট দেখে অনেক শিশু আকৃষ্ট হয়ে কিনছে। কোনো কোনো সময় ফেরিওয়ালারা ১০ টাকা দিয়ে দুইটি আচারও বিক্রি করে। অভিভাবকরা প্রশাসনের নিকট এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর