,

রাজধানীর তেজকুনিপাড়া বস্তিতে আগুন ॥ আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণ

সময় ডেস্ক : প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির বহু ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে পরবর্তীতে আরও পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। এরপরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের আরও একটিসহ মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঘটনাস্থলে আসমা আক্তার নামের ৪০ বছর বয়সী এক নারী অঝোরে কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি এই বস্তিতে স্বামী সন্তান নিয়ে থাকেন। ছোট এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘরে টিভি, ফ্রিজ, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ সংসারের যাবতীয় আসবাবপত্র সব পুড়ে শেষ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এখানে প্রায় ৬টি বাড়ি রয়েছে। সবগুলো দুই-তিলতলা হবে। প্রতিটি বাড়িতে ঘর রয়েছে ৩০ থেকে ৪০টি। এখন পর্যন্ত প্রায় ২০০ থেকে ৩০০টি বাড়ি পুড়ে গেছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।


     এই বিভাগের আরো খবর