,

শহরে ফ্রান্স পাঠানোর নামে টাকা আত্মসাত :: আনোয়ার কারাগারে

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বিলাল মিয়া নামের এক ব্যবসায়ীকে ফ্রান্স পাঠানোর কথা বলে টাকা আত্মসাত মামলায় আনোয়ার শাহ (৪৫) নামের একলোককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত সোমবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে ওই প্রতারকের বিরুদ্ধে শহরের শায়েস্তানগর এলাকার ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী বিলাল মিয়া বাদি হয়ে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ১২ আগষ্ট তাকে ফ্রান্স পাঠানোর কথা বলে চুক্তি করে ১২ ল ৮০ হাজার টাকা নেয় আনোয়ার শাহ। উন্নত জীবনের আশায় বিলাল মিয়া উক্ত টাকা প্রদান করলেও তাকে আর ফ”ান্স না পাঠিয়ে সময় পেন করতে থাকে নাতিরাবাদ এলাকার মধু মিয়ার পুত্র আনোয়ার শাহ। এক পর্যায়ে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে তাকে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এ ঘটনায় তিনি তার বিরুদ্ধে মামলা করলে প্রশাসনের প থেকে প্রতিবেদন দেয়া হলে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। আনোয়ার শাহ পুলিশের তাড়া খেয়ে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিনহাজ উদ্দিন মিজু ও আশরাফুল ইসলাম ফয়ছল।


     এই বিভাগের আরো খবর