,

চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী শিশু, গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট : ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদপান উপলক্ষ্যে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, সহ-সভাপতি সৈয়দ মোদাব্বির আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল গাফ্ফার, তরফ বার্তার প্রকাশক ফারুক উদ্দিন চৌধুরী ও চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিনিধি এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। সভায় জাতীয় কর্মসূচির আলোকে চুনারুঘাট উপজেলায়ও কর্মসূচি গৃহীত হয়। পরে সভা কক্ষে বুধবার ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৩ উপলক্ষে “নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী” এ শ্লোগানকে ধারন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর