,

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মতো এ বছরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হবে। সকাল ৮.৩০ ঘটিকায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ৯.০০ ঘাটকায় নিমতলা প্রাঙ্গন হতে শহর প্রদক্ষিণ করে র‌্যালি, ১০.৩০ ঘটিকায় শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভা, সকাল ১১৩.০ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং দুপুর ১২.০০ ঘটিকায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে লাটি খেলার আয়োজন করা হয়েছে।
এছাড়াও দিনব্যাপি বঙ্গবন্ধুর জীবনী এবং মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্ট প্রদর্শনির আয়োজন করা হয়েছে। সুবিধামত সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাৎ/প্রার্থনা করা হবে। হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার সরবরাহ করা হবে এবং নির্ধারিত সময়ে বড় পর্দায় গুরুত্বপূর্ণ স্থানসমূহে কেন্দ্রীয় কর্মসূচী সম্প্রচার করা হবে।


     এই বিভাগের আরো খবর