,

নবীগঞ্জের দরবেশপুরে কবরস্থান থেকে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে ফিশারি নির্মাণ করার অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামে পঞ্চায়াতী কবরস্থান থেকে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে ফিশারি নির্মাণ করার অভিযোগ উঠেছে।
উপজেলার ৪নং দীঘলবাক ইউপির দরবেশ পুর গ্রামের পূর্ব দিকে (রোকো দাউদপুর) মৌজার প্রাচীনকালের কবরস্থান থেকে এক্সকেভেটর মেশিন (ভেকু) দিয়ে ট্রাক প্রতি দুই হাজার টাকা করে মাটি বিক্রি করে ফিশারি নির্মাণ করেছেন দরবেশ পুর গ্রামের মৃত টনো মিয়ার ছেলে টিটু মিয়া। গ্রামের ও আশপাশ এলাকার মানুষের নিষেধাজ্ঞা অমান্য করে কবরস্থান ছাড়াও সরকারি খাস ভূমি অন্তত ১০ একর জমি নিয়ে বর্তমানে দীঘিতে রূপান্তরিত করেছেন তিনি। এনিয়ে স্থানীয় এলাকার লোকজনের মধ্যে আলোচনা সমালোচনা ও নিন্দা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি এ প্রতিনিধিকে বলেন টিটু মিয়া এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ।
এমন খবর পেয়ে ইতিমধ্যে সরজমিন, পরিদর্শন করেছেন ইনাতগঞ্জ তফশিল অফিসের সহকারী কর্মকর্তা মোঃ রাসেল আহমদ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন সত্যতা পেলে টিটুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর