,

লাখাইয়ে বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উদযাপন

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফারক আহমেদ, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, পল্লি বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম ইসমাত কামাল, যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, সমবায় কর্মকর্তা রেপালী পাল, আ’ লীগ লাখাই উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মতিন, এডভোকেট মাহফুজুর রহমান, লাখাই প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়।


     এই বিভাগের আরো খবর