,

নবীগঞ্জে শাহ বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক পরিবাকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের শাহ্ বাড়ি ফাউন্ডেশনের আয়োজনে। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বাউসা গ্রাম সহ বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৪ শতাদিক গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাউসা গ্রামে শাহ্ বাড়ি প্রাঙ্গনে শাহ্ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি, দানবীর আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়ার উদ্যোগে এসব পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়ার সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য শাহ মিজান ও শাহ লিমন আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাও. মোশাহিদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, বাউসা হাফিজিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব মোঃ আখলুছ মিয়া, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওল্লী আলহাজ্ব মোঃ তৈয়ব উল্লাহ, ডিড রাইটার বিভূ আচার্য্য, বাউসা নাদামপুর ওয়র্ডের মেম্বার মোঃ বাছিতুর রহমান চৌধুরী, শাহ বাড়ির প্রবীণ মুরুব্বি শাহ নজির আলী ও শাহ মাহবুবুর রহমান প্রমুখ। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সহ-সভাপতি মোর্শেদ আলী সবুজ, যুবনেতা আলমগীর আহমদ সহ এলাকার নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাউসা গ্রামের কৃতি সন্তান শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দানবীর, আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়ার পরিবারের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছর পবিত্র মাহে রমজান উপলক্ষে, বাউসা গ্রাম সহ আশপাশের বিভিন্ন গ্রামের গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার,খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করে আসছেন। এছাড়াও তিনি নিয়মিত গরীব অসুস্থ লোকজনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। যে কোন দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসে কাজ করেন। করোনাকালীন সময়ে ২ ধাপে কয়েক শতাদিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। অসংখ্য অসহায় পরিবারকে থাকার জন্য নতুন ঘর বানিয়ে দিয়েছেন। এছাড়া নবীগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত বিভিন্ন সামাজিক সংগঠন ও সেবা মূলক প্রতিষ্ঠানের মাধ্যমে তার প্রচেষ্ঠায় এলাকার অসহায় ও হতদরিদ্র লোকজনকে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। বাউসা গ্রামের মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ও সার্বিক সহযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।


     এই বিভাগের আরো খবর