,

শহর ছাড়া জেলার কোথাও টমটমের উঠানামার ভাড়া ১০ টাকা করা হয়নি :: অপ্রীতিকর ঘটনা ঘটলে কে নেবে দায়ভার

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহর ছাড়া জেলার কোথাও টমটম ভাড়া বৃদ্ধি করা হয়নি। এমন পরিস্থিতিতে শহরের যাত্রীরা বিপাকে পড়েছেন। এদিকে যাত্রী কল্যাণ পরিষদ শহরে উঠানামার ভাড়া ১০ টাকা করায় তীব্র নিন্দা জানান।
জানা যায়, শায়েস্তাগঞ্জ, লাখাই, বানিয়াচং, নবীগঞ্জ, চুনারুঘাট, বাহুবলসহ ৯ উপজেলায় এখন পর্যন্ত উঠানামার ভাড়া ৫ এবং সরাসরি ১০ টাকা নেয়া হচ্ছে। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে হবিগঞ্জ শহরে। এখানে কতিপয় লোক সিন্ডিকেটের মাধ্যমে উঠানামার ভাড়াও ১০ টাকা করার পায়তারা করছে।
যাত্রী, শিক্ষার্থীরা জানিয়েছেন, জেলা প্রশাসক ও সর্বস্তরের মানুষের সাথে আলোচনা না করে আজ ১ এপ্রিল থেকে যদি উঠানামার ভাড়া ১০ টাকা নেয়া হয় তাহলে অপ্রীতিকর ঘটনা ঘটবে। এর দায়ভার কে নেবে? টমটম মালিক ঐক্য পরিষদের এ সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে শহরের সর্বস্তরের মানুষ তা বয়কট করেছেন।
এ বিষয়ে অচিরেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান যাত্রীরা।


     এই বিভাগের আরো খবর