,

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত :: যান চলাচল ব্যাহত

জুয়েল চৌধুরী : হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ভেঙে পড়েছে বেশ কিছু গাছপালা। এমনকি বৈদ্যুতিক খুটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো শহর। এমনকি বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
৩০ মিনিট স্থায়ী এই ঝড়ে জেলার ৯টি উপজেলাতেই কমবেশি ব্যাপক ক্ষতি হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকায়। ঝড়ের তান্ডবে শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। বিধংসি এ ঝড়ে অনেক এলাকার গাছ-পালা ভেঙে পড়ে। ছোট-বড় বিলবোর্ডও খসে রাস্তায় এসে পড়ে। বেশ কয়েকটি রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুতের খুটি ভেঙে ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্থ হয়ে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল ৭টার দিকে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর এক কর্মকর্তা বলেন, কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি ভেঙে যায়। এছাড়া দুটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্থ হয়। যে কারণে পুরো জেলায়ই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এতে সাহরি খেতে ভোগান্তি পোহাতে হয়েছে মানুষজনকে। তবে রাতেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারিরা মাঠে নামেন। অনেক এলাকায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত। তবে কাজ চলছে বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর