,

যাবদপুরে সংঘর্ষে ১০ জন আহত টেটাবিদ্ধ হারুনকে সিলেট প্রেরণ :: মারা গেছে গুজবে হাসপাতাল ছেড়ে পালিছে আহতরা

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামে ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই গ্রামের হারুন মিয়া মাজু মিয়ার মধ্যে ধান কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সংঘর্ষ থামাতে গেলে নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। খবর পেয়ে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় হারুন মিয়া, মাজু মিয়া, কাইয়ুম মিয়াকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে হারুন মিয়া মৃত্যু বরণ করেছে এই গুজব রটলে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, এখনও কেউ মারা যায়নি। তবে হারুনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন আছে।


     এই বিভাগের আরো খবর