,

থ্রি ইডিয়টসে কারিনার বদলে থাকার কথা ছিল আনুশকার

সময় ডেস্ক : ৩৫ বছরে পদার্পণ করলেন অভিনেত্রী আনুশকা শর্মা। সকাল সকাল আনুশকার একাধিক অদেখা ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন স্বামী বিরাট। তবে আজ অভিনেত্রীর বিষয়ে একটি অন্য তথ্য জানাতে চলেছি আপনাদের। ‘রব নে বানা দি জোড়ি’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রীর।
শাহরুখের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান অভিনেত্রী। নতুন অভিনেত্রীকে লঞ্চ করার আগে তাঁকে ছবির প্রযোজক আদিত্য চোপড়া গোপন রাখতে চেয়েছিলেন। এমনকি আনুশকার পিতা-মাতার কাছ থেকেও এটি লুকিয়ে রাখতে বলেছিলেন অভিনেত্রীকে। অনেকেই জানেন না, অনুশকা কারিনা কাপুরের অংশের জন্য ‘থ্রি ইডিয়টস’-এর জন্য অডিশন দিয়েছিলেন। ‘পিকে’র শুটিং চলাকালীন, আনুশকা শর্মা পরিচালক রাজকুমার হিরানি এবং অভিনেতা আমির খানকে তাঁর অডিশনের একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলেন।
হিরানি এবং খান ‘থ্রি ইডিয়টস’-এ একসঙ্গে কাজ করেছিলেন, যেটিতে মাধবন এবং শারমন যোশিও অভিনয় করেছিলেন এবং কারিনা কাপুর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। আনুশকা পুরনো একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ২০০৭ সালে, একটি বড় ছবিতে প্রধান চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু তিনি করেননি।
ভিডিওটি দেখে দুজনেই অবাক হয়ে যান। সেই সময় অভিনেতা ‘মুন্না ভাই এমবিবিএস’-এর ক্লাইম্যাক্স থেকে গ্রেসি সিংয়ের একটি সংলাপ বলেছিলেন। গ্লিসারিন ছাড়া কান্নার দৃশ্যে আনুশকার অভিনয় দেখে মোহিত হয়ে যান আমির খান।
এত বড় পরীক্ষা দেওয়ার পরও তাঁকে প্রত্যাখ্যান করার জন্য পরিচালককে উপহাস করেছেন আমির নিজেই। আনুশকা শর্মা ২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং তারপরে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘সুলতান’, ‘দিল ধড়কনে দো’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সুই ধাগা’সহ আরো অনেক ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তাঁর দক্ষতা দেখান।


     এই বিভাগের আরো খবর