,

সুলতানশী ও কটিয়াদিতে অনলাইন জুয়ার আসর :: নিঃস্ব হচ্ছে যুবসমাজ

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার সুলতানশী ও কটিয়াদি বাজারে বিভিন্ন কম্পিউটারের দোকানে অনলাইনের মাধ্যমে জুয়ার আসর বসছে। এদের খপ্পড়ে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছেন। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাইসহ, অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিসহ যুবসমাজ বিপথগামী হচ্ছে।
স্থানীয়রা জানান, এক সময়ে যাদের নুন আনতে পান্তা ফুরাতো অবস্থা, আজ তারাই এসব খেলে লাখ লাখ টাকার মালিক। এ যেনো তারা আলাদ্বীনের চেরাগ হাতে পেয়েছে।
আর এসব ব্যবসার নেপথ্যে রয়েছে, রুবেল মিয়া, শুভ আহমেদ ও জয়নাল আবেদীন রকিসহ আরও বেশ কয়েকজন। তারা বিভিন্ন কৌশলে ওইসব বাজারে কম্পিউটারের দোকান খুলে অনলাইনে ক্যাসিনো জুয়ার আসর চালাই। কৌশলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে গত বৃহস্পতিবার ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। কিন্তু এর আগেই তারা দোকান বন্ধ করে সটকে পড়ে। খোদ এলাকাবাসী জানান, তাদের এসব অবৈধ ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এতে শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের ম্যানেজ করে ব্যবসা করে যাচ্ছে। মাঝে মাঝে ধরলেও রহস্যজনক কারনে ছেড়ে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর