,

আজমিরীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : স্মার্ট ভুমি সেবা প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় আজমিরীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভুমি অফিসের আয়োজনে এই উপলক্ষে এক বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১টায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় র‌্যালি ও আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান। আলোচনা সভায় ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয় ।
এ সময় বক্তরা ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনসাধারণের দৌড় গোড়ায় কিভাবে পৌঁছে দেয়া যায় এই বিষয়ে ও আলোচনা করা হয়। আলোচনা সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব, আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা একরাম হোসেন, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, আজমিরীগঞ্জ সরকারি কলেজের লেকচারার জীবন চন্দ্র চন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর