,

একদিনে ৮০ ডেঙ্গু রোগী শনাক্ত

সময় ডেস্ক : ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে সাতজন রয়েছে। চলতি বছর এর আগে ডেঙ্গুতে একদিনে এতো রোগী শনাক্ত হয়নি। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০ মে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন এই ৮০ জনসহ এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ জন। এর মধ্যে ৫৮৫ জন রোগী ঢাকার বাইরের। ঢাকার বাইরে ২৬ জনসহ প্রায় ২০২ জন ডেঙ্গু রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ বছর এখন পর্যন্ত মোট ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ছিলেন ২৩ হাজার ১৬২ জন।


     এই বিভাগের আরো খবর