,

নবীগঞ্জ সরকারী ঠিকাদার সমিতির সভায় হোসাইন আহমদকে অব্যাহতি শিরোনামে সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ২৩ মে ২০২৩ইং রোজ মঙ্গলবার দৈনিক জনতার এক্সপ্রেস, দৈনিক হবিগঞ্জ সমাচার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় নবীগঞ্জ সরকারী ঠিকাদার সমিতির সভায় হোসাইন আহমদকে অব্যাহতি শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে- তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর, কাল্পনিক বটে। প্রকৃত ঘটনা হচ্ছে আমি মোঃ হোসাইন আহমেদ মেসার্স আর্মি এন্টার প্রাইজের মালিক। বিগত ৬ ফেব্রুয়ারী ২০২৩ইং আমি স্বেচ্ছায় নবীগঞ্জ সরকারী ঠিকাদার সমিতির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সভাপতি বরাবর একটি লিখিত আবেদন করি। কিন্তু দুঃখের বিষয় পত্রিকায় দেখা যায় আমাকে নাকি ঠিকাদার সমিতির সদস্য আব্দুল মতিনের বিরুদ্ধে কোর্টে মামলা করা ও ঠিকাদারীর যৌথ ব্যবসার টাকা আত্মসাত এবং সমিতির শৃংখলা ভঙ্গের দায় অব্যাহতি দেওয়া হয়েছে। যা হাস্যকর ছাড়া আর কিছু নয়। মূল ঘটনা হচ্ছে- বিগত ২০/১১/২০১৯ইং আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আর্মি এন্টার প্রাইজ নামীয় এন.সি.সি ব্যাংক লিঃ নবীগঞ্জ শাখা ০০৬৬-০২১০০০৫২৯৯ নম্বর একাউন্টের একখানা চেক আব্দুল মতিনকে প্রদান করি চেক নং সি ৮৭৫৮৪৪১, আর ওই চেকের মাধ্যমে ৩,৫০,০০০/= (তিন লক্ষ পঞ্জাশ হাজার) টাকা উত্তোলন করিয়া সমজিয়ে নেয় আঃ মতিন। ওই সময়ে কথা ছিল আমার পাওনা টাকা দুই মাসের মধ্যে ফেরত প্রদান করিবে। কিন্তু আমার পাওনা টাকা দেই দিচ্ছি বলে আমার সাথে তাল বাহানা করতে থাকে। পরবর্তীতে আমি আমার পাওনা টাকার বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানাই এবং তাদেরকে নিয়া আমার পাওনা টাকা উদ্ধারের জন্য আব্দুল মতিনের নিকট যাই। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণের সামনে টাকা পরিশোধ করিবে বলে জানায়। কিন্তু একাধিক দিন তারিখ করে টাকা না দেওয়ায় পরে নিরোপায় হয়ে আমি বিগত ২০/১০/২০২০ইং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-০৫ আদালত, হবিগঞ্জ এ মামলা দায়ের করি। এখন আমার মান সম্মান নষ্ট করার পায়তারা এবং মামলা থেকে অব্যাহতি ফেতে বিভিন্ন তাল বাহানা করছে আব্দুল মতিন। সংগত কারণে আমি মিথ্যা মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
প্রোপাইটার মোঃ হোসাইন আহমেদ
স্বত্ত্বাধিকারী মেসার্স আর্মি এন্টার প্রাইজ
১ম শ্রেণীর ঠিকাদার, কলেজ রোড, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর