,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ। গত ২৬/০৫/২০২৩ইং তারিখে “দৈনিক হবিগঞ্জ সময়” পত্রিকায় প্রচারিত “নবীগঞ্জে ২ যুবক সমকামিতায় লিপ্ত ॥ এলাকায় লোলপাড়” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তহীন তথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ সোহেল মিয়া বলেন আমি হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে ২০১৪ সাল থেকে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি, ওই স্কুলে যোদানের পর থেকে আমার গ্রামের কিছু কুচক্রী লোক আমার পিছনে উঠে পড়ে লেগেছে। এছাড়া আমার পারিবারিক বিবাধ দীর্ঘদিন ধরে চলে আসছে, গত ৩০/০৫/২০২১ইং সালে কে বা কারা আমার ছবি দিয়ে একটি ফেক আইডি দিয়ে আমার নামে লেখা লিখি করে, আমি বিগত ১৬/০৬/২০২১ইং সালে থানায় জিডি করি। জিডি নং ৯৭১, ইদানীং আবার একটি ফেক আইডি (অচিন দেশের রাজকুমার) দিয়ে আজেবাজে লেখা লিখি করে। এ ঘটনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন গত দুইদিন আগে আমি দেখতে পাই ৩/৪ জন লোক ফিশারিতে প্রবেশ করে আমি তাদের পিছু নেই কারণ আমার মনে হয় তারা মাছ চুরি করবে, এ পিছু নেওয়াই আমার কাল হয়ে দাড়িঁয়েছে। এছাড়া আরোও উল্লেখ করেন আমার সাথে যার নাম জড়ানো হয়েছে তাহার বয়স আনুমানিক ৬০ বছর, তিনি সম্পর্কে আমার চাচা। অতএব, প্রকাশিত সংভাদটি সম্পূর্ন মিথ্যা, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক। তাই সংগত কারণে আমি ওই মিথ্যা মানহানিকর সংরাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
মোঃ সোহেল মিয়া
অফিস সহায়ক
হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর