,

বাহুবলে জাতির পিতার ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

বাহুবল প্রতিনিধি : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা কৃষি অফিসার সাজ্জাত হোসেন মজুমদার, উপজেলা প্রাণী সম্পদক অফিসার গোলাম মোঃ মেহেদী বাহুবল মডেল প্রেস সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীনুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তালিব (মোতালিব), বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি জালাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, হিন্দু বৌদ্ধা খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, উপজেলা আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল উদ্দিন ইমন। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ অভ্যন্তরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তপক অর্পন করে উপজেলা প্রশাসন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


     এই বিভাগের আরো খবর