,

Exif_JPEG_420

শায়েস্তাগঞ্জে অবহেলা ও অযত্নে নষ্ট হচ্ছে বধ্যভূমি :: স্থায়ী সংস্কার দাবি

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর রেল লাইন সংলগ্ন এলাকায় অবস্থিত বধ্যভূমি অযত্ন আর অবহেলায় বিনষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারী না থাকায় এমন হচ্ছে। ১৯৭১ সালে ১১ জন মুক্তিযোদ্ধাকে ওই স্থানে গণকবর দেয়া হয়। কিন্তু আজো এটি উন্নয়ন করা হয়নি। জেলার বিভিন্ন বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হলেও এই বধ্যভূমিটি আজও সংরক্ষণ করা হয়নি। এ নিয়ে শায়েস্তাগঞ্জের মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। স্বাধীনতা দিবস এলে শুধুমাত্র তার কাটার বেড়া দেয়া হয় চারপাশে। এরপর আর খবর থাকে না এ বধ্যভূমির। স্থানীয় ও আশপাশের টোকাইরা তারকাটা খুলে নিয়ে যায়। পরে পুরোনো অবস্থাতেই ফিরে যায় বধ্যভূমিটি। অরক্ষিত থাকার কারণে এখান দিয়ে যাতায়াতকারী লোকজন মলমূত্র ত্যাগ করেন এবং ময়লা আর্বজনা ফেলা হয়। ফলে বধ্যভূমির পবিত্রতা নষ্ট হচ্ছে। পাশাপাশি ওই স্থানে গাড়ি পার্কিংয়ের স্ট্যান্ডও রয়েছে। কিন্তু এটি স্থায়ীভাবে সংরক্ষণে প্রশাসনের নজরদারী তেমন একটা দেখা যায় না। এলাকাবাসী অচিরেই এটি স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর