,

রাজিউড়ায় গৃহবধূর সাথে দেখা করতে গিয়ে এক ব্যক্তি ধরাশায়ী :: উত্তম মধ্যম দিয়ে সালিশ

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভঙ্গুরহাটি গ্রামে গৃহবধূর সাথে দেখা করতে গিয়ে জনতার হাতে ধরাশায়ী হয়েছে ফরিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সালিশে হাজির করা হয়। এ ঘটনাটি নিয়ে রসালো আলোচনার ঝড় বইছে। ফরিদ একই ইউনিয়নের জয়রামপুরের মৃত কটাই মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, ভঙ্গুরহাটি গ্রামের সমুজ আলীর স্ত্রী রনু বেগমের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে ফরিদ। এ নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে ঝগড়া সৃষ্টি হয়। ফরিদের পরামর্শে রনু বেগম তার স্বামী সমুজ আলীর বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে মামলা করে। মামলায় সমুজ আলী জেলে থাকার সুযোগে ফরিদ ও রনুর সম্পর্ক গভীরে পৌছায়। ২৩ মে রাতে ফরিদ রনু বেগমের ঘরে যায়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে এনিয়ে সালিশ হয়। ৮নং ওয়ার্ড মেম্বার সাস্তা মিযা, ৭নং ওয়ার্ড মেম্বার আব্দাল মিয়া, মুুরুব্বী আব্দুল আওয়ালসহ শতাধিক লোক উপ¯ি’ত হন। এতে ফরিদকে দোষী সাবস্থ্য করা হয়। কিন্তু ফরিদ বিচার না মানায় পরবর্তী তারিখ করা হয়। এ বিষয়ে ৮নং ওয়ার্ড মেম্বার সাস্তা মিয়া বলেন, স্থানীয়রা দুজনকে আটক করে সালিশে হাজির করে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


     এই বিভাগের আরো খবর