,

‘সুস্থ্য মা ও সুস্থ্য শিশু গড়ে তুলতে হলে পুষ্টির বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে উপজেলা পুষ্টি সম্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা সূচনা প্রকল্পের টেকনোক্যাল অফিসার মোঃ আল-আমিনের সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, জেলা সুচনা প্রকল্পের কর্মকর্তা সুব্রত রায়, ডাঃ রাকিবুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, এমদাদুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, নির্মলেন্দু দাশ রানা, নোমান হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম মার পাল হিমেল, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, আনসার বিডিপি কর্মকর্তা ফাতেমা আক্তার, বাস শ্রমিক সমিতির সভাপতি সামাদুল হক চৌধুরী, মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার বেগম, ব্যবসায়ী মুজিবুর রহমান প্রমূখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার বলেন সুস্থ্য মা ও সুস্থ্য শিশু গড়ে তুলতে হলে পুষ্টির কোন বিকল্প নেই। তাই পুষ্টির চাহিদা মেটাতে হলে শাক সবজি বেশি বেশি খেতে হবে। তাই পুষ্টি সচেতনতা সমাজে বাড়াতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর