,

বানিয়াচঙ্গে কিশোরী অপহরণ মামলার ৫ মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি কোন আসামী

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা কাগাপাশা ইনিয়নের নজিরপুর গ্রামে সংখ্যালঘু কিশোরী অপহৃরণ মামলার প্রায় ৫ মাস অতিবাহিত হলেও এখনও গ্রেফতার হয়নি মামলার এজহারভুক্ত আসামীরা। এদিকে প্রতিনিয়ত মামলা তুলে নেয়ার জন্য বাদী ও তার লোকদের হুমকি প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন ওই কিশোরীর পরিবার। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের সুনিল চন্দ্র দাস কিশোরী মেয়ে বিউটি রাণী দাস কে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিত একই এলাকার মৃত সুখলাল দাসের পুত্র পরিমল দাস। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়। স্থানীয় মুরুব্বিরা বিয়টি মীমাংসা করে দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ৩ জুন বুধবার রাত ৮ টার দিকে বিউটি রাণী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে পরিমল দাস, অসিত দাস, ঝলক দাস, কানু দাস, ইন্দ্রজিত দাস, হরিদাসসহ একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহৃরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর পিতা সুনিল চন্দ্র দাস বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে গত ৮ জুল ২০১৫ ইং তারিখে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি অপরণ মামলা দায়ের করেন। এরপর গত ২৭ জুন ভিকটিম বিউটি রানীকে অপহৃরণকারীদের লোকজন এলাকায় নিয়ে এসে কৌশলে ছিটকে পরেন। পরে আদালতে ভিকটিমের ২২ দ্বারা জাবান বন্দি দেওয়ার পর আদালত তাকে সেইফ কাষ্টরীতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে এ ঘটনার প্রায় ৫ মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে কোন আসামীকে গ্রেফতার করছে না পুলিশ। এমনটাই বলেন মামলার বাদী সুনিল চন্দ্র দাস। তিনি আরও বলেন, উল্লেখিত আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।


     এই বিভাগের আরো খবর