,

বিদ্যুতায়ন অনুষ্ঠানে এমপি আবু জাহির শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দেশে বিদেশে সম্মানিত হচ্ছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে বিদ্যুতের আলোতে আলোকিত হলো হবিগঞ্জ সদর উপজেলার ঘোড়াবই গ্রাম। আড়াই কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করে ১০২ জন গ্রাহকের মাঝে এই সংযোগ দিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজিউরা ইউনিয়নের ঘোড়াবই গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বিদ্যুতায়নের শুভ সূচনা করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় এক শ্রেণির মানুষ মিথ্যাচার করে বলত, আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, ইসলাম থাকবে না ইত্যাদি। আজ তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। ইসলামও যায়নি, ভারতও হয়নি বাংলাদেশ। বরং সর্বকালের রেকর্ড ভঙ্গ করে উন্নয়নের চাকা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দেশে বিদেশে সম্মানিত হচ্ছে। আবু জাহির আরো বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত ২য় বারের এমপি। আমার কাজ হল এলাকার উন্নয়ন করা। আগামী দিনে আপনাদের সহযোগিতা পেলে অসমাপ্ত রাস্তাঘাট সহ অন্যান্য কাজ সম্পন্ন করব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ গাজীউর রহমান, দপ্তর সম্পাদক মো. আলমগীর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজিউরা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম বাবুল, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আহাম্মদ আলী শামীম ও রাজিউরা ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া। পরে প্রধান অতিথি বিদ্যুতের সুইচ অন করে আনুষ্ঠানিকভাবে ঘোড়াবই গ্রামের বিদ্যুতায়ন উদ্বোধন করেন। এসময় গ্রামবাসী করতালি দিয়ে প্রধান অতিথিকে অভিনন্দন জানান। গ্রামবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মোঃ আলিমউদ্দিন, মোঃ সিরাজ আলী ও খন্দকার জাবেদ জীলানী। অনুষ্ঠানে সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ ঘোড়াবই, শৈলজুরা, সুরাবই, পুরাসুন্দা, আমিনপুর, বাঘাচরা, ভঙ্গুরহাটি, ভাদগুরী, উচাইল সহ বিভিন্ন গ্রামের মুরুব্বী ও যুবকরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর