,

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ফিল্মি স্টাইলে দুধর্ষ ডাকাতি নগদ টাকা,স্বর্ণালংকার সহ ২০ লক্ষ টাকার মালামাল লুট

মুজাহিদ চৌধুরী ॥ নবীগঞ্জের পল্লীতে প্রবাসীর বাড়িতে ফিল্মি স্টাইলে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিভিন্ন মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গত শুক্রবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের মৃত রবীন্দ্র শীলের পুত্র সৌদি আবর প্রবাসী শমর শীলের বাড়িতে ১৫-২০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, চার্জ লাইটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত অনুমান ২টার দিকে ঘরের পেচনের দিকে সিদ দিয়ে ডাকাত দলের ২ সদস্য ঘরের ভিতর প্রবেশ করে দরজা খুলে দিলে ডাকাত দলের আরও ১০-১২ জন সদস্য ঘরের ভিতর প্রবেশ করে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, ঘরে রতি প্রায় ১২ ভরি স্বর্নালংকার, নগদ ২০ হাজার টাকা, ১টি ভিডিও ক্যামেরা, ৫টি চার্জ লাইট, ৮টি মূল্যবান শাড়ি সহ প্রায় ২০লা টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। এসময় পরিবারের সদস্যরা বাঁধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের কে মারপিট করে কথা না বলতে বাধ্য করে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, এস.আই চাঁন মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, বিগত ২-৩ ভচরের মধ্যে হরিধরপুর গ্রামের নাথবাড়ি, লন্ডন প্রবাসী আবুল কাশেমের বাড়ি ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগ নেতা শেখ শাহনূর আলম ছানু’র বাড়ি, প্রবীর ভট্টাচার্যের বাড়ি, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের অপবসরপ্রাপ্ত শিক্ষক মোদাব্বির হোসেনের বাড়িসহ বিভিন্ন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বিগত বছর ওই গ্রামের দুবাই প্রবাসী ফারুক মিয়ার বাড়িতে ডাকাতদল হানাদিলে বিষয়টি আঁচ করতে পেরে এলকাবাসী ডাকাতদের উপর হামলা চালায়। এসময় ডাকাতরা প্রান বাচিয়ে পালিয়ে যায়। এমনকি ওই এলকায় প্রতি বছরই কোনও না কোন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে আসছে বলেও এলাকাবাসী জানান। শীত মৌসুম আসলেই ওই এলাকার লোকজন ডাকাত আতঙ্ক দেখা দেয়। ডাকাতির ভয়ে অনেকে এলাকা ছেড়ে শহরে বসবাস করছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নানের সঙ্গে কথা বললে তিনি বলেন, ডাকাতির বিষয়ে এলাকার সর্বসাধারণকে নিয়ে মিটিং করেছেন। তাদের বক্তব্য ওই এলাকার পার্শ্ববর্তী অন্যান্য গ্রামের ন্যায় শুধু হরিধরপুর গ্রামে একের পর এক ডাকাতির ঘটনা ঘটে আসছে কেন? গ্রামের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর