,

শায়েস্তাগঞ্জের চেয়ারম্যান বর্ডিং থেকে আটক যুবক-যুবতীদেরকে অর্থদন্ড

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের আলোচিত চেয়ারম্যান বর্ডিং থেকে আটক যুবক-যুবতীদেরকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আটক যুবক-যুবতীদের সদর উপজেলা নির্বাহী অফিসার আশফাকুর রহমানের কার্যালয়ে উপস্থিত করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে মুক্তি দেন। উল্লেখ্য শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার এলাকায় সিরাজী হোটেল ও চেয়ারম্যান বর্ডিংসহ বিভিন্ন আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে যৌনকর্মীসহ সুন্দরী যুবতীদের দিয়ে অসামাজিক কাজ চলছে। পুলিশ অভিযান চালিয়ে এসব হোটেল থেকে যুবক-যুবতীদের আটক করে। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে ফের এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গত শুক্রবার চেয়ারম্যান বর্ডিং থেকে লাবন তালুকদার, আব্দুল হান্নান, হামিদা আক্তার ও সাহেদা বেগমকে আপত্তিকর অবস্থায় পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না এবং তিনি ভ্রাম্যমান আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর