,

নবীগঞ্জে ৮৩টি মন্ডপে সাড়ম্বরে দূর্গাপুজা শুরু : আজ ষষ্টী পুজা

স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা আজ ষষ্টী পুজার মধ্য দিয়ে ব্যাপক মহা সমারোহে শুরু হবে। এ পূজাকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার ৮৩টি মন্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে এবং পুজারী ও ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। আজ ১৯ অক্টোবর থেকে ষষ্ঠি বিহীত পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী এ উৎসবের শুরু হবে। বিগত বছর শারদীয় উৎসব ৫ দিনব্যাপী হলেও এ বছর তা বর্ষ পঞ্জিকার তিথি পরিবর্তনের কারণে একদিনে নবমী ও দশমী তিথি হওয়ায় ৪ দিন হবে। হন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতিমধ্যেই নবীগঞ্জ উপজেলা প্রশাসন আইন শৃংখলার কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় এবছর ২ টি ব্যক্তিগত ও ৮১ টি সার্বজনীন মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্টিত হবে। প্রতিমা শিল্পীরা দিনরাত ব্যস্ত সময় কাটিয়ে ইতিমধ্যেই কাজ শেষ করেছেন। নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া পুজা মন্ডপ, পৌর এলাকার আক্রমপুর লোকনাথ আশ্রম সংঘমিত্র পুজা মন্ডপ, শিবপাশা সন্নাস পুজা মন্ডপ, গয়াহরি জয়দূর্গা পুজা মন্ডপ, আদিত্যপুর নব জাগরন পুজা মন্ডপ গুলোকে আধুনিক ডিজিটাল লাইটিং ও আলোক সজ্জায় আলোকিত করা হয়েছে। সর্বত্র যেন সাজ সাজ রব এবং উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলায় অন্যন্যা বছরের মত এ বছরও সাড়ম্বরে ৮৩ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্টিত হবে। পুজানুষ্টান সুন্দর সুষ্টাভাবে পালনের লক্ষ্যে উপজেল্ াপুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাই। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি এড. রাজীব কুমার দে তাপস জানান শারদীয় দূর্গাপুজা শুরু হওয়ার পুর্বেই আজমিরীগঞ্জের রামকৃষ্ণ মিশনে মুর্তি ভাংচুরের ঘটনা খুবই নিন্দনীয়। মুর্তি ভাংচুরের বিষয়টি সুষ্ট তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা নিশ্চিতসহ ভবিষ্যতে প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানাই। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিলাহ জানান, উপজেলার প্রতিটি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যদের তালিকা প্রস্তুত করে কাজে নিয়োজিত করা হয়েছে। এ ছাড়া সার্বনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের বিশেষ মোবাইল টিম ও কাজ করবে।


     এই বিভাগের আরো খবর