,

প্রধানমন্ত্রীর আগমনে বানিয়াচংবাসীর দাবী

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক, ইউনিকেয়ার ও রাহ্ সমাজকল্যাণ যুব সংস্থা আয়োজিত সভায় বানিয়াচং-আজমিরীগঞ্জ এর ঘরে ঘরে ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন সংস্কার নির্মাণসহ ‘৯৭ সনে ১৯ অক্টোবর বানিয়াচঙ্গের জনসভায় মাননীয় প্রধাানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্র“ত “বানিয়াচং পৌরসভা” ও “পর্যটন কেন্দ্র” স্থাপনের ঘোষনার কার্যকরী পদক্ষেপ গ্রহনের প্রতি দৃষ্টি আকর্ষনের দাবী জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে বিভিন্ন সংস্থা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচং দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিকেয়ার চেয়ারপার্সন সাংবাদিক মোঃ কামরুল হাসান কাজল, রাহ্ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান, সুফিয়া মতিন টেকনিক্যাল কলেজ এর শিক্ষক খালেদ সাইফুল্লাহ, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মুক্তিযোদ্ধা মনজিল মিয়া, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমুুখ। বক্তাগন ১৭শত কোটি টাকা ব্যয়ে বিবিয়ানা-ধনুয়া গ্যাস সরবরাহের ১শত ৩৭ কি:মি: গ্যাসের গ্রীড লাইনের শরীফ উদ্দিন সড়ক সংলগ্ন নোয়াগড় বাল্ব স্টেশনের অফ টেইক প্রভিসন থেকে বানিয়াচং ও আজমিরীগঞ্জের ঘরে ঘরে এবং শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, হবিগঞ্জ-আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়ক সংস্কার ও নির্মানের দাবী ছাড়াও ১৯৯৭ সানের ১৯ অক্টোবর বানিয়াচঙ্গের জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“ত “বানিয়াচং পৌরসভা” ও “পর্যটন কেন্দ্র” স্থাপনের ঘোষনার কার্যকরী পদক্ষেপের প্রতি সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি আকর্ষন করানোর আহ্বান জানান। সভার সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বানিয়াচং ফায়ার সার্ভিস এর কার্যক্রম উদ্ধোধনে প্রধানমন্ত্রী কর্মসূচিতে অন্তর্ভূক্ত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বানিয়াচং আজমিরীগঞ্জের প্রানের দাবী সংম্বলিত প্লেকার্ড নিয়ে জনসভাকে সফল ও সার্থক করার আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর