,

নবীগঞ্জে আইজিপি কাপ যুব কাবাডি টুর্নামেন্টর ২য় সেমিফাইনাল অনুষ্টিত হবিগঞ্জ সদর ফাইনালে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে আইজিপি কাপ যুব কাবাডি টুর্নামেন্ট ২০১৫ ২য় সেমিফাইনাল খেলা গতকাল সোমবার নবীগঞ্জ থানা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। খেলা চলাকালে দর্শকদের উপচেপড়া ভিড় ছিলো লক্ষ্য করা গেছে। উক্ত খেলায় হবিগঞ্জ সদর থানা একাদশ বনাম নবীগঞ্জ থানা একাদশ অংশ নেয়। খেলায় র্নিধারিত সময়ের মধ্যে হবিগঞ্জ সদর থানা একাদশ ২৪ পয়েন্টে পেয়ে ফাইনালে অংশ নেয়ার সুযোগ ফেল। প্রতিদন্ধি নবীগঞ্জ থানা একাদশ পেয়েছে ২০ পেয়েছে। খেলা শেষে এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া ও আব্দুল মজিদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোঃ সাজিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যাক্ষ শাহ ফখরুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য আব্দুল বাতেন খান, সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা পুলিশিং কমিটির সদস্য সচিব শামিম আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটি এম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগ উগ্ম আহ্বায়ক জাকির হোসেন, শিক্ষক সমিতির নেতা শামিম আহমদ, সাংবাদিক মতিউর রহমান মুন্না, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাজহারুল ইসলাম অপু প্রমুখ। পরে টুর্নামেন্টে অংশ গ্রহনকারী খেলোয়ারদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর