,

নবীগঞ্জে বিজনা নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন শাহ নেওয়াজ মিলাদ গাজী

স্টাফ রিপোর্টার ॥ উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তি প্রকল্পের আওতায় নবীগঞ্জের বিজনা নদীর পৃথক দুটি স্থানে গতকাল বিকাল ৪টায় ৮শত কেজি পোনা মাছ অবমুক্তি করলেন আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ নেওয়াজ গাজী মিলাদ। এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার এ দেশকে খাদ্য শষ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে। দেশের মানুষ এখন আর অনাহারে অর্ধাহারে হাহাকার করেনা। এটা আওয়ামীলীগ সরকারের সাফল্য। জননেত্রী শেখ হাসিনা এ দেশ ও মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। আমরা মাছে ভাতে বাঙ্গালী, তাই স্থানীয় ভাবে মাছের পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে জলাশয়, নদী নালা, খাল বিলে প্রতি বছরের ন্যায় এ বছরও নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। এর বাস্তবায়নে রয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল পোনা মাছ অবমুক্তি করেন, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ও ঢাকা- সিলেট মহা সড়কের বিজনা নদী ব্রীজের নিকটে ও গজনাইপুর ইউনিয়নের মুন্সি বাজার নামক স্থানে বিজনা নদীতে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গোল আহমদ কাজল, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল খায়ের গোলাপ, আওয়ামীলীগ নেতা কুরুশ মিয়া, মোঃ আলী, যুবলীগ নেতা রুহেল আহমদ, আজমল মিয়া মেম্বার, জুনেদ মিয়া মেম্বার, নুরুজ্জামান, শিপলু মেম্বার, রুবেল আহমদ, আয়ুব আলী, শাহ সুমন, খসরু আহমদ, সাজু সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের কয়েক শতাধীক নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর