,

বেরী বিল ও গুঙ্গিজুরী হাওরে পোনা মাছ অবমুক্ত করলেন শাহ নেওয়াজ মিলাদ গাজী

এমদাদুল হক ॥ উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তি প্রকল্পের নবীগঞ্জের বেরী বিল ও গুঙ্গিজুরী হাওরে গতকাল দূপুর ১১.৩০ ঘটিকায় পোনা মাছ অবমুক্তি করলেন আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ নেওয়াজ গাজী মিলাদ। এসময় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার এ দেশকে খাদ্য শষ্যে স্বয়ং সম্পূর্ন করেছে। দেশের মানুষ এখন আর অনাহারে অর্ধাহারে হাহাকার করেনা। এটা আওয়ামীলীগ সরকারের সাফল্য। জননেত্রী শেখ হাসিনা এ দেশ ও মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। আমরা মাছে ভাবে বাঙ্গালী, তাই স্থানীয় ভাবে মাছের পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে জলাশয়, নদী নালা, খাল বিলে প্রতি বছরের ন্যায় এ বছরও নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। এর বাস্তবায়নে রয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল পোনা মাছ অবমুক্ত করেন, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বেরী বিল ও গুঙ্গিজুরী হাওরে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, মৎস্য অফিস সহকারী প্রদীপ কুমার দাস, নবীগঞ্জ উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক আবু ছিদ্দিকী, নবীগঞ্জ উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি শরফ উদ্দিন শরীফ, সহ-সভাপতি নুরুল ইসলাম কমলা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সাগর, মৎস্যজীবি লীগ নেতা হাসান আহমদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গুল আহমদ কাজল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আবুল হুসেন, অমল কৃষ্ণ অধিকারী, আব্দুস সালাম, আলী বক্স, আব্দুল হক, আব্দুল কাদির, আব্দুল কুদ্দুছ, সালামত, আব্দুল বারী।


     এই বিভাগের আরো খবর