,

খুব কম সময়ের জন্য সাফল্য পেয়েছেন এই বলিউড তারকারা

সময় ডেস্ক ॥ লিউড সবসময়ই নবাগতদের দিকে দুহাত উজাড় করে রেখেছে। কেউ এসে এখানে সাফল্য পেয়েছে, কেউ আবার হারিয়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে উঠতি অভিনেতা-অভিনেত্রীরা প্রতিদিন এসে ভিড় জমাচ্ছেন। তবে সবার কপালে সাফল্য ও স্টারডম জোটে না। কেউ কেউ আবার ক্ষণিকের সাফল্যের পরে হারিয়ে যান সকলের চোখের থেকে। বলিউড বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি। ফলে এখানে উত্থান যেমন হয় ঝড়ের গতিতে, তেমনই পতনের ক্ষেত্রেও বিশেষ সময় লাগে না। নিচের স্লাইডে দেখে নিন, এমন কয়েকজন তারকাদের যারা প্রথমে সাফল্য পেয়েও খুব তাড়াতাড়ি হারিয়ে গিয়েছেন। ভূমিকা চাওলা : তেরে নাম সিনেমা দিয়ে বলিউডে ধামাকাদার এন্ট্রি করেন ভূমিকা। তবে তারপর হারিয়ে যান তিনি। আমিশা প্যাটেল : ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা হলে গিয়েছিলেন আমিশা। তবে সাফল্যকে বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। এখন আর সেভাবে অভিনয়ের জগতে দেখা যায় না তাঁকে। তুষার কাপুর : জীতেন্দ্রর পুত্র হিসাবে আরও বেশি সাফল্য পাওয়া উচিত ছিল তুষারের। তবে নায়কোচিত ভাব না থাকায় সাফল্যকে বেশিদিন চেখে দেখতে পারেননি তিনি। জারিন খান : সালমান খানের সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন জারিন। তবে সেভাবে সফল হতে পারেননি তিনি। আপাতত হেট স্টোরি ৩-এ কি করেন জারিন সেদিকেই আপাতত তাঁকিয়ে সকলে। গ্রেসি সিং : লগান হোক বা মুন্নাভাই এমবিবিএস, দুটিতেই গ্রেসি অসম্ভব জনপ্রিয়তা পান। তবে পরে কালের নিয়মে হারিয়ে গিয়েছেন তিনি। সোনাল চৌহান : ইমরান হাসমির বিপরীতে জন্নত সিনেমায় জনপ্রিয়তা পান সোনাল। তবে আর সেভাবে সাফল্য পাননি তিনি। রাজীব খান্ডেলওয়াল : টিভি থেকে বলিউডে পা রাখা রাজীব অসাধারণ অভিনয় করেন আমির সিনেমায়। তবে পরে সিনেমায় সেভাবে পাওয়া যায়নি তাঁকে।


     এই বিভাগের আরো খবর