,

আমি অবান্তর ও মিথ্যা প্রতিশ্র“তিতে বিশ্বাসী নই Ñ ডাঃ মুশফিক হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও হবিগঞ্জ জেলা আ’লীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী নিজের অঙ্গিকার প্রতিশ্র“তির প্রতি অবিচল দৃঢ়তার কার্যকারিতা নিয়ে বলেন আমি মিথ্যা প্রতিশ্র“তিতে বিশ্বাসী নই। অবান্তর ও সামর্থের বাইরে কোন ওয়াদা প্রতিশ্র“তি আমি পছন্দ করি না। তা ঠিকও নয়। গতকাল বিকাল ৩টার দিকে বাহুবলের অলোয়া হোসাইনিয়া মাদরাসা মাঠে বিদ্যুৎ বাস্তবায়ন কমিটি আয়োজিত গ্রামবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। ডাঃ মুশফিক হোসেন চৌধুরী জনসমক্ষে মাদরাসার মাঠ উন্নয়নে ৫০ হাজার টাকা প্রদানকালে বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার কার্যকর পরিকল্পনা রয়েছে। অচিরেই অলোয়া নোয়াগাঁও গ্রামবাসীও সেই কাঙ্খিত বিদ্যুৎ পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল জব্বার ময়না মিয়ার সভাপতিত্বে ও বাহুবল উপজেলা তরুণ লীগের আহবায়ক তালুকদার এম এ মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছির। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এম এ জলিল তালুকদার, উপজেলা তরুণ লীগের যুগ্ম আহবায়ক আয়াত আলী, সাবেক মেম্বার মকছুদ মিয়া, গণদাবী সংসদের সভাপতি আব্দুল মজিদ শেখ, সাংবাদিক জুবায়ের আহমদ, মাওলান শাহাব উদ্দিন, মাওলানা মানিক মিয়া, মাসুক মিয়া, অলি মিয়া, প্রকৌশলী সানোয়ার, তরুণ লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ এনাম, কুতুব উদ্দিন, আব্দুল সালাম, আব্দুর রশীদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর