,

নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে প্রতিপক্ষের বসতগৃহ ও দোকানে হামলা ভাংচুর : নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের মোঃ মুনজুর মিয়ার বসতঘর ও দোকানে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুর্বত্তদের হামলায় মুনজুর মিয়ার স্ত্রী পুত্রসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যপারে মুনজুর মিয়া জানান, গত ২৭ অক্টোবর মঙ্গলবার মুনজুর মিয়া বড় আলীপুর গ্রামের ইয়ান উদ্দিনের নিকট তার পাওনা ৫ হাজার টাকা চাইতে গেলে সে দিতে অস্বীকার করে। এনিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ওইদিন সন্ধ্যার দিকে ইয়ান উদ্দিনের পুত্র সেফু মিয়া (৩০) গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুনজুর মিয়ার বসতবাড়ী ও দোকানগৃহে হামলা ও লুটপাট চালায়। এসময় মুনুজুর মিয়ার স্ত্রী সেফা বেগম ও পুত্র ফাহিম মিয়া তাদেরকে বাধা দিলে হামলাকারীরা তাদের মারপিট করে গুরুতর আহত করে। এসময় তাদের বাঁচাতে মুনজুর মিয়ার দোকানের কর্মচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর