,

নবীগঞ্জের ঝলক চক্রবর্ত্তী’র তরুণ সাহিত্য পদক লাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৫ অক্টোবর কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলন ১৫ এ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এর কাছ থেকে একক নৃত্যে ‘তরুণ সাহিত্য পদক ২০১৫’ গ্রহণ করছেন নৃত্যশিল্পী ঝলক চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব, গল্পকার এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, কবি গোলাম কিবরিয়া, কবি এম.এ ওয়াহিদ লাভলু, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ। উল্লেখ্য, ঝলক চক্রবর্ত্তী ১৯৯৬ খ্রিষ্টাব্দে ১লা জুন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবপাশা আবাসিক এলাকায় জন্ম গ্রহন করেন। তার পিতা প্রদীপ চক্রবর্ত্তী ও মাতাঃ সাবিত্রী চক্রবর্ত্তী। তিনি বর্তমানে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে অর্থনীতি বিভাগে স্নাতক সম্মানের দ্বিতীয় বর্ষে অধ্যয়রত। শৈশবকাল থেকেই লেখা পড়ার পাশাপাশি নাচে ছিল তার অধীর আগ্রহ। ২০০৬ খিষ্টাব্দে নবীগঞ্জের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন (একটি শিশু কিশোর শিল্প পরিবার) এ নৃত্যগুরু গৌতম আচার্য্য এবং প্রবীর শীল এর কাছ থেকে লোকনৃত্য ও সৃজনশীল নৃত্যের প্রশিক্ষণ নেন। তিনি ২০০৯ খ্রি. নৃত্যে নবীগঞ্জ পৌরসভা তাকে বৃত্তি প্রদান করে। ২০১১ খ্রি. আনন্দ নিকেতন আয়োজিত নৃত্য প্রতিযোগীতায় ১ম সম্মান অর্জন করেন। ২০১৩ খ্রি. হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক উৎসবে পুরস্কৃত হন। ২০১৫ খ্রি. বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা আয়োজিত নৃত্যশিল্পী বাচাইয়ে সিলেট বিভাগের সেরা ৫ জন নৃত্য শিল্পী তালিকায় থেকে তিনি পুরস্কৃত হন। ২০১৪ খ্রি. থেকে সিলেটের আলোড়ণ সৃষ্টিকারী নৃত্য সংগঠন নৃত্যাশ্রম এ নৃত্যগুরু পার্থ প্রতিম দাশের কাছ থেকে যতœ সহকারে উচ্চাঙ্গ নৃত্যের সবচেয়ে কঠিন কত্থক নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর