,

নবীগঞ্জ ইউনাইডেট ফুটবল ক্লাবের অভিষেক অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, সুস্থ শরীর ও মন মানসিকতার জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ ইউনাইডেট ফুটবল ক্লাব কর্তৃক শহরের চাইনীজ রেষ্টুরেন্ট নাঈস প্রাঙ্গনে অনুষ্টিত অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। ক্লাবের সভাপতি পাবেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ওসি মোঃ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল ও স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদ মোশারফ, শেখ আবুল হাসান, মাহফুজ, শাওন, আমজদ মিয়া, কালাম মিয়া, মতিউর রহমান, ছামির আহমেদ, জিলা মিয়া, সোহান, মহিনুর রহমান, পারভেজ হাসান জয়, ঝিনুক, রাহাত, আকাশ, রকিব, শিমুল ও আশরাফ প্রমূখ। পরে অনুষ্টানের অতিথিবৃন্দের হাতে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্টানে খেলাধুলার পরিবেশ বজায় রাখার জন্য নবীগঞ্জ জে.কে হাইস্কুল মাঠের উন্নয়নের জন্য উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ১ লাখ টাকা ও পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ১ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।


     এই বিভাগের আরো খবর