,

সরকার দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে চায়-এমপি বাবু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের নির্মানাধীণ দ্বিতল একাডেমিক ভবনের নাম ফলক উন্মোচন করলেন গণ মানুষের হৃদয়ের মধ্যমনি উন্নয়নের এক নিবেদিত প্রাণ জননন্দিত নেতা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু। গত বুধবার উক্ত ভবনের নাম ফলক উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জোনের সাব এসিষ্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের হবিগঞ্জ জেলার সেক্রেটারী মোঃ মনসুর রশিদ কাজল, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ বাতেন, বিবিয়ানা গণদাবী পরিষদ ও ইনাতগঞ্জ উজ্জীবন শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংবাদিক আহমদ আবুল কালাম, ইনাতগঞ্জ কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আজিজুর রহমান, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আঃ রুপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজমুল হোসেন, সহকারী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, প্রভাষক মোস্তহিদ উদ্দিন, প্রভাষক জহিরুল ইসলাম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিৎ সিন্হা, জাতীয় পার্টির ইনাতগঞ্জ ইউপি সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইয়ুম, জাতীয় পার্টি নেতা শাহ তাইদ আলী প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অদিদপ্তরের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার জোন ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের এই দ্বিতল একাডেমীক ভবনটি নির্মান করছে। উক্ত র্নিমানাধীন ভবনের ফলক উদ্বোধনী সভায় এমপি মুনিম চৌধুরী বাবু উনার সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তোলে ধরে বলেন, আমি উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকারও দেশের উন্নয়ন চায়। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে চায়। আমি এ পর্যন্ত যে সব উন্নয়ন করেছি এবং যেসব উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছি ইতিপূর্বে এরকম উন্নয়ন কাজ হয়নি। আপনারা আমার জন্য দোয়া করবেন। নবীগঞ্জ-বাহুবল এলাকাকে একটি মডেল এলাকা হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ।


     এই বিভাগের আরো খবর