,

চুনারুঘাটে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাল কেয়ার গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র ইয়াদুল হোসেন (৪৫) ও তার স্ত্রী খুদেজা খাতুন (৩৫) ও ইয়াদুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২২) ও তার ভাতিজা মৃত আব্দুল খালেকের পুত্র শাহজাহান মিয়া (২০)সহ একদললোক পূর্ব শক্রতার জেরধরে পিতা-পুত্র ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল বিকাল ৩টার দিকে লাল কেয়ার এলাকায় এ ঘটনাটি ঘটে। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। আহত ৪ জনকে। এর মধ্যে শাহজাহান নামে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ইয়াদুল হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইয়াদুল হোসেনের স্ত্রী পুত্র চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইয়াদুল হোসেন জানায়, উপজেলার লাল কেয়ার গ্রামের মৃত আব্দুল হাইর পুত্র আলিম এর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বিকালে এক পর্যায়ে ইয়াদুল হোসেনের সাথে কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে আলীম মিয়া (৪০), ফয়জুল হক (২৫), আইখা মিয়া (২৬), আব্দুর রউফ (২৫), কবির মিয়া (৩০), আঃ হাই (২৮)সহ ৭/৮জন মিলে একদল লোক পূর্ব শক্রতার বিরুদের জেরধরে পিতাপুত্রসহ চার জনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। দেশীয় অস্ত্র-শস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হয়। এ ব্যাপারে ইয়াদুল হোসেন বাদী হয়ে ৭/৮জনের বিরুদ্ধে মামলার দায়েরে প্রস্তুতি চলছে


     এই বিভাগের আরো খবর