,

শায়েস্থাগঞ্জে ট্রেনের টিকেট আবারো কালোবাজারে বিক্রি

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্থাগঞ্জ রেল স্টেশনে ট্রেনের টিকেট আবারো কালোবাজারে বিক্রি হচ্ছে। সম্প্রতি পুলিশ কালোবাজারীদের আটক করে কারাগারে প্রেরণ করলে কালোবাজারী কিছুদিন বন্ধ থাকে। কিন্তু কালোবাজারীরা জামিনে বেরিয়ে এসে ফের এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে জংশনের কতিপয় অসাধু কর্মচারিদের সহায়তায় কালোবাজারীরা টিকেট বিক্রি করছে। প্রতি টিকেটে তারা ৫০-১০০টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে। যাত্রীরা জানান, আন্তঃনগর ট্রেনের টিকেট এক সপ্তাহ আগে দেয়ার কথা থাকলেও তারা নির্দিষ্ঠ সময়ে টিকেট দিচ্ছেন না। ২-৩ দিন আগে টিকেট নিতে বলেন। তাদের কথা মতো গিয়েও টিকেট মিলে না। সরজমিনে কয়েকজন যাত্রীর সাথে আলাপকালে তারা এ প্রতিনিধিকে বলেন, অতিরিক্ত টাকা দিলে রেলের কতিপয় অসাধু কর্মচারি টিকেটের ব্যবস্থা করে দেন। অন্যথায় টিকেট পাওয়া যায় না। চট্টগ্রামগামী এক মহিলা যাত্রী জানান, ৩ দিন ধরে তিনি স্টেশনে টিকেটের জন্য আসছেন। কিন্তু বারবারই তাকে বলা হয়েছে টিকেট নেই। ১শ টাকা বেশী দেয়ার পর উদয়ন ট্রেনের একটি টিকেট দেয়া হয় তাকে। এব্যাপারে শায়েস্থাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, কালোবাজারীদের ছাড় দেয়া হবে না। অভিযোগ পেলে পুলিশ তাদের বিরুদ্ধে প্রতিবারের মতো ব্যবস্থা নিবে।


     এই বিভাগের আরো খবর