,

হবিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে খুন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জেলা সদর উপজেলার উচাইল চারিনাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হুসনা আক্তার (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় অনেকে বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে তার স্বামী তাকে খুন করেছে। এ ঘটনায় নিহতের স্বামী আবু তাহেরকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের পরিবার জানায়, ঐ গ্রামের হাফেজ আবু তাহের ওরফে টুক্কা মোল্লার সাথে প্রতিবেশি সোহেল মিয়া, শাহিন মিয়া, বাছির মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় দু’দলের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের হামলায় হুসনা আহত হলে তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান, আবু তাহের এর আগে প্রতিপক্ষকে ফাঁসাতে তার ভাগ্নি ও সন্তানকে নির্মমভাবে হত্যা করে। এবারও তার ব্যথিক্রম নয়। প্রতিপক্ষকে ফাঁসাতেই আবু তাহের তার স্ত্রীকে খুন করেছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। তবে স্থানীয় অনেকে বিভিন্ন ধরণের বক্তব্য দিয়েছে। তাই ময়না তদন্ত ছাড়া বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তিনি বলে, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্বামীতে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে আবু তাহের তার শিশু ভাগনকে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তাদের বাড়ির পুকুরে পেলে রাখে। তৎকালিন সদর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সাথে জড়িত থাকা আবু তাহেরকে আটক করলে সে আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বিকার করে। পরে ২০১৪ সালে আবারও সে তার শিশু পুত্রকে হত্যা করে আবারো প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্ঠা করে এবং আদালতে মামলা দায়ের করে। মামলায় রাজিউরা ইউপি চেয়ারম্যান এবং সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিককেও আসামি করে সে।


     এই বিভাগের আরো খবর