,

সাতকাপন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিলেন মেম্বার আবিদ আলী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রেজ্জাকের নানা অনিয়মের বিরুদ্ধে এবার দুদকে ব্যক্তিগতভাবে অভিযোগ দিয়েছেন ৮নং ওয়ার্ড মেম্বার আবিদ আলী। অভিযোগে নানা দুর্নীতি, জালিয়াতি, আত্মসাত উল্লেখ সহ নানা অনিয়মের খতিয়ান তুলে ধরেছেন তিনি। এর মাঝে তিনি উল্লেখ করেন- চেয়ারম্যান রেজ্জাক ইউ/পি’র মালিকানাধীন সাতকাপন মৌজার ১নং খতিয়ানের এ্সএ ৭১৬/বিএ ১৩৫৭ দাগের ২৬শতক ভূমি এক যুগ ধরে আব্দাল মিয়া আখঞ্জিকে স্যানিটারী ব্যবসায় ৮ হাজার টাকা মাসিক ভাড়া দিয়ে তা আদায় করে থাকেন। ১২ বছরে প্রায় ১১ লাখ টাকা হয়। অথচ পরিষদের ব্যাংক একাউন্টে কোন টাকাই জমা দেননি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক। ওই টাকার ব্যাপারে প্রতিবাদ করলে চেয়ারম্যা উল্টো পরিষদের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং নানা কৌশলে তাদেরকে হুমকি ধমকি দিয়ে থাকেন। ফলে তা আত্মসাত করে ফেলেন। এছাড়া চলতি মেয়াদে ভূমি হস্তান্তর কর আদায়ের ১% খাত থেকে প্রাপ্ত প্রায় ৫৫ লাখ টাকা ভূয়া প্রকল্প তৈরীর মাধ্যমে আত্মসাত করেন তিনি। এতে আত্মসাতকৃত টাকার পরিমাণ দাড়ায় প্রায় ৬৬ লাখ টাকা। চেয়ারম্যান আব্দুর রেজ্জাকের অনিয়ম দুর্নীতি ও আত্মসাতের ব্যাপারে আইনানুগ ব্যব¯’া নিতে দুদকে অভিযোগ দায়ের করেন মেম্বার আবিদ আলী। আর আগে গত সপ্তাহে ৭জন মেম্বার মিলে চেয়ারম্যানের বিপক্ষে অনা¯’া প্রস্তাব দাখিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর।


     এই বিভাগের আরো খবর