,

শায়েস্তাগঞ্জে ট্রাক-ম্যাক্সি ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত ২৫

আব্দুল হামিদ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ সুতাং ব্রীজ এলাকায় ট্রাক-ম্যাক্সি ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শিশু ও মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে সিলেট এমজিএ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় হবিগঞ্জগামী মেক্সি ও মাধবপুরগামী পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় সিলেট থেকে ছেড়ে আসার ঢাকাগামী কার্গো ট্রাক সংঘর্ষস্থলের মেক্সি ও পিকআপকে ধাক্কায় দেয়। এতে মেক্সির যাত্রীসহ কমপক্ষে ২৫ জন আহত হন। আহতরা হল কামাল (৩৮), জুয়েল (২৫), হাবিব (১২), শামীম (২২), অহিদ (৩৫), পিয়ারা বেগম (৩৫), আকলিমা (৩২), গোলাম রহমান (২৮), শাওন (৫), রবিউল (২৫), বাশার (২৫), মারজান (২২), মোজাহিদ (২০), রুবেল (২২) ও স্বপন সরকার (৩৫) আহত হয়। এর মধ্যে মোজাহিদ ও রুবেলকে সিলেট এমজিএ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বপন সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুঘর্টনাস্থল থেকে গাড়ী উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন।


     এই বিভাগের আরো খবর