,

নবীগঞ্জে রাতের আধারে দবির চৌধুরীর বাড়ীর পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দু®কৃতিকারী

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক দবির উদ্দিন চৌধুরীর বাড়ির পল্লী বিদ্যুৎ সংযোগ রাতের আধারে একদল দুস্কৃতিকারী বিচ্ছিন্ন করে দিয়েছে। এ ব্যাপারে বিগত ০১/১১/২০১৫ ইং তারিখে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে ডি.জি.এম এর বরাবর তিনি লিখিত অভিযোগ করেন। ডি.জি.এম এর নিদের্শ মোতাবেক পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ সরজমিনে খনকারীপাড়া গ্রামে গিয়ে পুনরায় সংযোগ দিতে চাইলে একই গ্রামের প্রতিবেশি সাজহান মিয়ার স্ত্রী-আতিয়া জাহান, সেলিম মিয়ার স্ত্রী-লাভলী বেগম, আনহার মিয়ার স্ত্রী- বিউটি বেগম, ও শিউলি বেগম পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সাথে অশালীন ভাষা প্রয়োগ করে মারমূখী আচরন করেন। অসহায় হয়ে পল্লী বিদ্যুতের লোকজন সংযোগ না দিয়েই চলে আসে। তাহারা ডি.জি.এম এর বরাবর দবির চৌধুরীর লিখিত অভিযোগ সত্যতা আছে বলে ও তাদের সাথে অশালীন আচরন করার রিপোর্ট প্রদান করেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দবির চৌধুরীর ছেলে মেয়ে জে.এস.সি পরীক্ষার্থী হওয়ায় লেখা-পড়ার বেঘাত ঘটে। এব্যাপারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত কয়েকদিন পূর্বে বাউসা গ্রামের মির্জাবাড়ি নামক স্থানে গ্রামীন ফোনের টাওয়ারের নির্ধারিত টান্সফরমার দুস্কৃতিকারীরা চুরি করে নিয়ে যায়। এব্যাপারে এলাকা বাসীর দাবী নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস দ্রুত দবির চৌধুরীর বাড়ির সংযোগ প্রদান এবং এধরনের ঘটনা যাতে পূনরায় না ঘটে দুস্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করা।


     এই বিভাগের আরো খবর