,

জাতীয় ৪ নেতার হত্যা ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যার যোগসূত্র –এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ১৯৭৫ সালে জেলখানায় জাতীয় ৪ নেতার হত্যা ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যার যোগসূত্র। ’৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দিশেহারা বাঙালি জাতি এবং আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জাতীয় চার নেতার উপর অনেকখানী নির্ভরশীল ছিলেন। ঘাতক চক্র এটি উপলব্ধি করে বিশ্বের ইতিহাসকে স্তব্ধ করে জেলখানার মতো জায়গায় জাতির এই বীর সন্তানদের হত্যা করেছে। তিনি গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন- জেল হত্যা দিবসের শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে জঙ্গী, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী টিপু, শরীফ উল্লাহ, আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মোঃ মর্তুজা হাসান, চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, পিপি এম. আকবর হোসেইন জিতু, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামলূল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত প্রমুখ। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, অনুপ কুমার দেব মনা, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট সুমঙ্গল দাশ, নাজমূল হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা এহিয়া চৌধুরী, অমল কুমার দাশ পলাশ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর