,

হবিগঞ্জের প্রত্যেকটি গ্রামকে বিদ্যুতের আওতায় আনা হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিদ্যুতের বারোটা বাজিয়ে গেছে বিএনপি সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে। আমরা নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করছি। হবিগঞ্জের প্রতিটি গ্রামকে বিদ্যুতের আওতায় আনা হবে। প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। যে এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি সে এলাকায় বিদ্যুৎ পৌঁছানো হবে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে মানুষের উন্নয়নে কাজ করেছে। আমরা কাজ করে যাবো। গ্রাহককে ঠিকমতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। নিয়ম মেনে ব্যবহার ও উন্নয়নমূখী কর্মকান্ড বাড়াতে হবে। তিনি আরো বলেন, আগামী দিনে হবিগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে, বিদ্যুৎবিহীন একটি ঘরও থাকবে না। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্থাগঞ্জ ইউনিয়নের আলাপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন। সাবেক ছাত্রলীগ নেতা জামাল আহমেদের সভাপতিত্বে ও ওসমান আলী মিনুর পরিচালনায় বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, ইউপি চেয়ারম্যান আলী আহমদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুখলিছুর রহমান মুখলিছ, আব্দুস সামাদ, এডভোকেট ফয়সল, বুলবুল খান, দুলাল আহমেদ, হারুনুর রশিদ, আব্দুল হক, মোজাক্কির হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজিউর রহমান এমরান প্রমুখ। প্রসঙ্গত- হবিগঞ্জ পল্লী বিদ্যুতের উদ্যোগে সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে ১.২০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে আলাপুর গ্রামের ৫৮টি পরিবারে মিটার স্থাপন করা হয়।


     এই বিভাগের আরো খবর